ক্যাপশন: কুয়াশা: খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত এবং সাহায্য চাইছেন লায়লা আঞ্জুমান বানু। তারিখ-03.03.2025
স্টাফ রিপোর্টার : ঈশ্বরদীর পাতিলাখালি গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে লায়লা আঞ্জুমান বানু (৩৫) বর্তমানে ক্যান্সারে আক্রান্ত এবং হতাশাগ্রস্ত। বেঁচে থাকার জন্য দ্বারে দ্বারে ঘুরেও ক্যান্সারের চিকিৎসার জন্য কোনও সাহায্য না পেয়ে অবশেষে সাংবাদিকদের প্রিয় হয়ে ওঠেন। সোমবার সকালে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবে এসে তিনি কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের কাছে অনুরোধ করে বলেন, "আমি একজন অসহায় এতিম মহিলা। আমার স্বামী, সন্তান, বাবা, মা, ভাই নেই যারা আমাকে চিকিৎসার জন্য সাহায্য করতে পারে। আমি তোমাদের মাঝেই থাকতে চাই।" তিনি বলেন, "গত ছয় মাস ধরে, আমি খাদ্যনালীর মারাত্মক রোগ ক্যান্সারের কারণে মৃত্যুর সাথে লড়াই করছি। ইতিমধ্যে, মোশা লায়লা আঞ্জুমান বানু ঢাকার পিজি হাসপাতালের ডাক্তার, গ্রিন লাইফের ডাঃ তৌহিদুল আলম এবং ইবনেসিনার ফেরদৌস আলমের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন। কোনও ফল না পাওয়ায়, তিনি ঈশ্বরদী সহ দেশ-বিদেশের ধনী ব্যক্তিদের কাছে চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন। সেই সময় তার একমাত্র ছোট বোন দিলরুবা উপস্থিত ছিলেন। তিনি তার ভাই ও বোনকে বাঁচাতে অশ্রুসিক্ত কণ্ঠে সমাজের ধনী ব্যক্তিদের কাছেও সাহায্য চেয়েছিলেন। সাহায্য পাঠানোর জন্য, মোবাইল বিকাশ নম্বর-01797-355886। #
0 Comments